সিটিজেন চার্টার
জেলা পরিষদের বাধ্যতামূলক কাজঃ
……………………………
জেলা পরিষদের ঐচ্ছিক কাজঃ
1. | শিক্ষাঃ | বিদ্যালয়, ছাত্রাবাস নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ, ছাত্র বৃত্তির ব্যবস্থা ইত্যাদি। |
2. | সংস্কৃতিঃ | তথ্য কেন্দ্র, যাদুঘর, আর্ট গ্যালারী স্থাপন, পাবলিক লাইব্রেরী নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, ক্রীড়া ও খেলাধুলার উন্নয়ন, জাতীয় দিবস, জাতীয় শোক দিবস উদযাপন, সংস্কৃতি উন্নয়নমূলক কর্মকান্ড ইত্যাদি। |
3. | সমাজ কল্যাণঃ | দুঃস্থ ব্যক্তিদের জন্য কল্যাণ সদন, এতিমখানা, বিধবা সদন, সমাজ সেবার জন্য স্বেচ্ছা সেবক সংগঠিতকরণ ইত্যাদি। |
4. | অর্থনৈতিক কল্যাণঃ | কৃষি খামার স্থাপন ও রক্ষণাবেক্ষণ, শিল্প-স্কুল, গ্রাম্য বিপনী স্থাপন ও সংরক্ষণ, ভূমি সংস্করণ ও পুনরুদ্ধার, বাধ নির্মাণ, সমবায় আন্দোলন জনপ্রিয়করণ ও অর্থনৈতিক কল্যাণের জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। |
5. | জনস্বাস্থ্যঃ | জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষার উন্নয়ন, সংক্রামক ব্যধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, চিকিৎসা শিক্ষার উন্নয়ন, জনস্বাস্থ্য পশুপালন ও পাখী কল্যাণ উন্নয়ন ইত্যাদি |
6. | গণপূর্তঃ | যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানি নিস্কাশন ও পানি সরবরাহ ইত্যাদি |
7. | সাধারণঃ | স্থানীয় এলাকা ও এর অধিবাসীদের ধর্মীয়, নৈতিক ও বৈষমিক উন্নতি সাধন ইত্যাদি |
…………………..
জেলা পরিষদের কার্যাবলী/সেবাসমুহ
.নিজস্ব ও এডিপি,র অর্থে রাস্তাঘাট ব্রীজ কালভাট র্নির্মান,শিক্ষার উন্নয়ন, নারী উন্নয়ন,স্যানিটেশান কার্যক্রম গ্রহণ, কারিগরি প্রশিক্ষন প্রদান, সামাজিকও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন।
.বৃক্ষরোপন কার্যক্রম।
.পাঠাগার উন্নয়ন।
.ফেরীঘাট ইজারা প্রদান।
.পুকুর ইজারা প্রদান।
.জেলা পরিষদ মালিকানাধীন জমি লীজ প্রদান।
.ডাক বাংলো ব্যবস্থাপনা ও রক্ষনাবেক্ষণ।
.জেলা পরিষদ অডিটরিয়াম ও যাত্রী ছাউনি ইজারা ও রক্ষণাবেক্ষণ।
.গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান।
.ক্রীড়া ও সংস্কৃতির কার্যক্রমে সহায়তা প্রদান।
.ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ।
.দু:স্থ মানুষকে সাহায্য প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস