মুক্তিযুদ্ধ বাঙালি জাতিসত্ত্বার সবচেয়ে গৌরবজনক অধ্যায়। ১৯৭১ সালে ০৭ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর বাঙালি জাতি পাকিস্তানী শাসন ও শোষক গোষ্ঠির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রস্ত্ততি গ্রহণ করা শুরু করে। ১৯৭১ সালে ২৫ শে মার্চ রাতে শুরু হয় পাক- হানাদার বাহিনী কর্তৃক নিষ্ঠুর গণহত্যা। ১৯৭১ সালের ২৬শে মার্চের সূচনালগ্নে পাক-বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন। শুরু হয় অবরুদ্ধ স্বদেশ থেকে দখলদার বাহিনীকে বিতাড়িত করার মরণপণ লড়াই, মুক্তিযুদ্ধ।
সীমান্ত পরিবেষ্টিত ও ভৌগলিক অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের পুরোটা সময় জুড়ে সংঘটিত হয়েছে ব্যাপক যুদ্ধ। বাংলাদেশে ০৪টি মুক্তাঞ্চলের মধ্যে পঞ্চগড় মুক্তাঞ্চল যুদ্ধের গতি প্রকৃতি নির্ণয়ে ও পরিকল্পনা প্রণয়নে অবিস্মরণীয়ভূমিকা রাখে ।
পঞ্চগড়ের ইতিহাসে ১৯৭১ সালে ১৭ই এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন পাক- বাহিনী দখল করে নেয় পঞ্চগড়। জ্বালিয়ে দেয় সাজানো গুছানো পঞ্চগড় শহর এবং হত্যাযজ্ঞ চালায় নির্বিচারে। এছাড়াও পাক হানাদার বাহিনী
এদেশীয় রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর সহায়তায় হাজারো নিরস্র জনগণকে হত্যা করে ,তাদের ধনসম্পদ লুটপাট করে ,ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।
৬নং সেক্টরের অর্ন্তগত ৬ এ সাব সেক্টরের মুক্তিযুদ্ধের সময় বে- সামরিক উপদেষ্টা হিসাবে দাযিত্ব পালন করে তদানিন্তন প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য এ্যাডঃ সিরাজুল ইসলাম। বে সামরিক উপদেষ্টা এ্যাডঃ সিরাজুল ইসলাম, এ্যাডঃ কমরউদ্দিন আহমেদ (এম এল এ), এ্যাডঃ মোশারফ হোসেন চৌধুরী (এম এল এ), কাজী হাবিবর রহমান, তেঁতুলিয়া, আব্দুল জববার প্রমুখের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সংঘঠিত হয়ে ও ভারতে প্রশিক্ষণ নিয়ে পাক বাহিনী এবং তাদের এদেশীয় দূসর, রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর বিরুদ্ধে গেরিলা ও সন্মুখ লড়াই শুরু করে। এই এলাকায় ৭টি কোম্পানীর অধীনে ৪০টি মুক্তিযুদ্ধ ইউনিট পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডারের মধ্যে মাহবুব আলমের নাম উল্লেখযোগ্য। অন্যান্য কমান্ডাররা হলেন, মোঃ মতিয়ার রহমান, মোঃ তরিকুল ইসলাম. মোঃ মোকলেছার রহমান, মোঃ দুলাল হোসেন, আব্দুর রহমান এবং আব্দুল গণি। এ ছাড়া বাংলাদেশ লিবারেশন ফোর্স (বি এল এফ) এর আঞ্চলিক কমান্ডার ছিলেন বিশিষ্ট ছাত্র নেতা নাজিম উদ্দীন আহমেদ। ২৮ নভেম্বর মুক্তিযোদ্ধারা চার দিক থেকে পাক বাহিনীর উপর ঝড়ো আক্রমন শুরু করে এবং ২৯ শে নভেম্বর পঞ্চগড় পাক হানাদার বাহিনী মুক্ত হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাক হানাদার বাহিনী আত্মসমর্পনের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে রচিত হলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।
পঞ্চগড় জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের হালনাগাদ তালিকা
ক্রমিক নং | শহীদ মুক্তিযোদ্ধাদের নাম | পিতার নাম | ঠিকানা |
১ | শহীদ খিজমত আলী | আলেক মহাম্মদ | কির্তন পাড়া, ভজনপুর, তেঁতুলিয়া |
২ | শহীদ মতিয়ার রহমান | মৃত: আব্দুল কাদের | ভজনপুর, তেঁতুলিয়া |
৩ | শহীদ দবির উদ্দিন | ঝড়ুয়া মহাম্মদ | ভজনপুর, তেঁতুলিয়া |
৪ | শহীদ সমারু মহাম্মদ | বশির উদ্দিন | ফতুয়া পাড়া, দেবনগর, তেঁতুলিয়া |
৫ | শহীদ মোঃ মকবুল হোসেন | মৃত: আব্দুল জববার | কাশিমগঞ্জ, বাংলাবান্ধা, তেঁতুলিয়া |
৬ | শহীদ শরিফ উদ্দিন | আব্দুল জববার | হারাদিঘী, বুড়াবুড়ি, তেঁতুলিয়া |
৭ | শহীদ খতিব উদ্দিন | নিজামদ্দিন | ডাংগা পাড়া, ভজনপুর, তেঁতুলিয়া |
৮ | শহীদ সকিম উদ্দিন (বীর বিক্রম) | হিলমদ্দিন | মাগুরমারী, দেবনগর, ভজনপুর, তেতুলিয়া |
৯ | শহীদ শহীদ গোলাম মোস্তফা | মৃত: সিরাজ খাঁ | দগরবাড়ী, তিরনইহাট, তেঁতুলিয়া |
১০ | শহীদ আব্দুল কুদ্দুস | আমান আলী তালুকদার | জুগীগছ, তিরনইহাট, তেতুলিয়া |
১১ | শহীদ মতিয়ার রহমান | রুস্তম আলী | প্রামানিক পাড়া, শালবাহান, তেতুলিয়া |
১২ | শহীদ হানিফ উদ্দিন | আফতাব উদ্দিন | শালবাহান হাট, শালবাহান, তেতুলিয়া |
১৩ | শহীদ আইয়ুব মিঞা | কোরবান আলী তালুকদার | ময়নাগুড়ি, শালবাহান, তেঁতুলিয়া |
১৪ | শহীদ নূর ইসলাম | রমিজ উদ্দিন | রংপুরীপাড়া, মাগুড়া, পঞ্চগড় সদর |
১৫ | শহীদ হবিবর রহমান | মৃত: বাচ্চা মিঞা | নিউ মার্কেট, পঞ্চগড়, পঞ্চগড় সদর |
১৬ | শহীদ আনাজ আলী | আব্দুল জববার | ডাংগাপাড়া, কামাত কাজলদীঘি, পঞ্চগড় সদর |
১৭ | শহীদ সাইফুল ইসলাম | মনির উদ্দিন আহাঃ | মুড়াবাড়ী, গড়িনাবাড়ী, পঞ্চগড় সদর |
১৮ | শহীদ আব্দুল বাকি | আলিফ উদ্দিন মুন্সি | মসজিদপাড়া, পঞ্চগড়, পঞ্চগড় সদর |
১৯ | শহীদ হাবিবুর রহমান | তছির উদ্দিন | কমলাপুর, ধাক্কামারা, পঞ্চগড় সদর |
২০ | শহীদ গোল হোসেন | আহাঃ হোসেন কবিরাজ | ফকিরপাড়া, ধাক্কামারা, পঞ্চগড় সদর |
২১ | শহীদ রহিম উদ্দিন | কসির উদ্দিন | লাঠুয়া পাড়া, ধাক্কামারা, পঞ্চগড় সদর |
২২ | শহীদ আফাজ হোসেন | নিজাম উদ্দিন | গোয়ালপাড়া, অমরখানা, পঞ্চগড় |
২৩ | শহীদ তছির উদ্দিন | জমির উদ্দিন | নহলিয়া পাড়া, হাড়িভাসা, পঞ্চগড় সদর |
২৪ | শহীদ হারুন -অর- রশিদ | ফজলুল করিম প্রধান | উত্তর প্রধান পাড়া, হাড়িভাসা, পঞ্চগড় সদর |
২৫ | শহীদ শের আলী | আব্দুল গনি আলম | বড় দহ, কামাত কাজল দীঘি, পঞ্চগড় সদর |
২৬ | শহীদ সাহেব আলী | সামেদ আলী | কামাত পাড়া, পঞ্চগড় পৌরসভা, পঞ্চগড় সদর |
২৭ | শহীদ খন্দকার আব্দুল মান্নান | খন্দকার রেফাজ উদ্দিন | ডুবানুচি, সাতমেড়া, পঞ্চগড় সদর |
২৮ | শহীদ মোসলেম উদ্দিন | রফিজ উদ্দিন | দেবনগর, সাতমেড়া, পঞ্চগড় সদর |
২৯ | শহীদ হাফিজ উদ্দিন | টুনকু মোহাম্মদ | বোদা পাড়া, সাতমেড়া, পঞ্চগড় সদর |
৩০ | শহীদ আব্দুল বারিক | আবুল হোসেন | সরকার পাড়া, হাফিজাবাদ, পঞ্চগড় সদর |
৩১ | শহীদ মকবুল হোসেন | আলী সরকার | তালমাবস্তি, অমরখানা, পঞ্চগড় সদর |
৩২ | শহীদ সমো | মোঃ শেরু | আমতলা, ধাক্কামারা, পঞ্চগড় সদর |
৩৩ | শহীদ মোঃ আবুল কাশেম | মৃত: মোঃ হাসির উদ্দিন | সর্দার পাড়া, মির্জাপুর, আটোয়ারী |
৩৪ | শহীদ মোঃ আজিজার রহমান | মৃত: আহাম্মদ উদ্দিন | লক্ষিপুর, মির্জাপুর, আটোয়ারী |
৩৫ | শহীদ মোঃ সৈয়দ আলী | মৃত: মোঃ হাসির উদ্দিন | বোধগাঁও, তোড়িয়া, আটোয়ারী |
৩৬ | শহীদ মোঃ নঈম উদ্দিন | মৃত: মোঃ সফির উদ্দিন | বর্ষালু পাড়া, আলোয়া খোয়া, আটোয়ারী |
৩৭ | শহীদ মোঃ আলীম উদ্দিন | মোঃ আনিস উদ্দিন | ছোট দাপ, রাধানগর, আটোয়ারী |
৩৮ | শহীদ তছলিম উদ্দিন | মৃত: আজমত উল্লাহ | ঝলঝলি, মির্জাপুর, আটোয়ারী |
৩৯ | শহীদ উমেস আলী | ডাঃ আহাম্মদ আলী | ময়দানদীঘি, বোদা |
৪০ | শহীদ আব্দুল খালেক | মৃত: আতর আলী মুন্সি | মিয়াদা পাড়া, কালিয়াগঞ্জ, বোদা |
৪১ | শহীদ মোঃ মজিবর রহমান | জামাল হাফেজ | খুটা খালি, কালিয়াগঞ্জ, বোদা |
৪২ | শহীদ মোঃ কাজিমদ্দীন | মনসুর আলী | কালিয়াগঞ্জ, বোদা |
৪৩ | শহীদ কেশব চন্দ্র রায় | ভগরাম রায় | বনগ্রাম, কালিয়াগঞ্জ, বোদা |
৪৪ | শহীদ আব্দুস সামাদ | জবর আলী মুন্সি | বদেশ্বরী, বড়শশি, বোদা |
৪৫ | শহীদ কাশেম আলী | আশরাফ আলী | মুন্সিপাড়া, বড়শশি, বোদা |
৪৬ | শহীদ শ্রী নীপেন্দ্র নাথ বর্মন | জগেন্দ্র নাথ বর্মন | হরি নিমাই পাড়া, পাঁচপীর, বোদা |
৪৭ | শহীদ সামসুল হক | পর্বত আলী | সামান ডাংগা, বড়শশি, বোদা |
৪৮ | শহীদ প্রেমহরি বর্মন | প্রিয়নাথ বর্মন | গোবিন্দগুরু, সাকোয়া, বোদা |
৪৯ | শহীদ স্বপন কুমার বকশি | নগেন্দ্রনাথ বকশি | বকশিপাড়া, সাকোয়া, বোদা |
৫০ | শহীদ নূরুল হক সরকার | মৃত: তফসির উদ্দিন সরকার | শেখ বাঁধা, চিলাহাটি, দেবীগঞ্জ |
৫১ | শহীদ আব্দুল কাদের | মৃত: আব্দুল করিম | শেখ বাঁধা, চিলাহাটি, দেবীগঞ্জ |
৫২ | শহীদ আব্দুল মান্নান | মৃত: আব্দুল জববার | নতুনবন্দর, দেবীগঞ্জ, দেবীগঞ্জ |
৫৩ | শহীদ আব্দুল কাদের |
| তৎকালীন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ সাব ইন্সপেক্টর |
৫৪ | শহীদ হারুন-অর- রশিদ |
| পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র অভারসিয়ার
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস