সাধারন শাখা
১। বিভিন্ন সনদঃ নাগরিকত্ব, জাতীয় পরিচয় পত্র, চারিত্রিক সনদ, প্রত্যয়ন পত্র ও ওয়ারিশন সনদপত্র প্রদান।
২। সালিশি কার্য্যক্রম।
৩। পৌরসভার হাট-বাজার, গণসৌচাগার, খোয়ার, কসাইখানা ইত্যাদি ইজারার ব্যবস্থা সহ আদায় সংক্রান্ত কাজ।
কঞ্জারভেন্সী শাখা
১। রাস্তা-ঘাট, ড্রেন, ডাষ্টবিন, হাট-বাজার সহ শহর পরিস্কার-পরিচ্ছন্ন কাজ সম্পন্ন করা।
২। মশক নিধন, কুকুর নিধন কাজ সম্পন্ন করা।
৩। বে-ওয়ারিশ হত দরিদ্রের লাশ দাফন সম্পন্ন করা।
৪। কঞ্জারভেন্সী শাখার অভিযোগ সংরক্ষিত রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয় এবং পরবর্তীতে যথাযথ ভাবে সমাধানের ব্যবস্থা গ্রহণ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শাখা
১। ই,পি,আই কার্যক্রম।
২। জন্ম ও মৃত্যু রেজিষ্ট্রেশন ও সনদ বিতরন।
৩। বিভিন্ন কমিটির মাধ্যমে স্বাস্থ্য দিবস উদযাপন।
৪। স্যানিটেশন বিষয়ক কার্য্যক্রম।
৫। ভেজাল খাবার প্রতিরোধ, এ,আর,ভি সরবরাহ, খাবার স্যালাইন বিতরন।
পূর্ত বিদ্যুৎ ও যান্ত্রিক শাখা
১। রাস্তা ও ড্রেন সহ সকল প্রকার পূর্তকাজ নির্মান, মেরামত ও রক্ষনা-বেক্ষন।
২। শহর মহা-পরিকল্পনা (মাষ্টার প্ল্যান) প্রণয়ন।
৩। বস্তি উন্নয়ন ও গৃহ নির্মান এর নক্সা অনুমোদন।
৪। সড়ক বাতি স্থাপন, মেরামত ও রক্ষনা-বেক্ষন।
পৌর পানি সরবরাহ শাখা
১। শহর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পৌরবাসীকে সুপেয় পানি সরবরাহ করা হয়।
২। পৌর এলাকায় দরিদ্র জনগোষ্ঠীকে বিনা মুল্যে নলকূপের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা।
৩। গরীব জনসাধারনের আবেদনের প্রেক্ষিতে নলকূপের যাবতীয় মালামাল সহ মেরামত কাজ করা হয়।
লাইসেন্স শাখা
১। ব্যবসা সংক্রান্ত ট্রেড লাইসেন্স প্রদান।
২। রিক্সা, ভ্যান মালিকানা এবং চালক লাইসেন্স ইস্যু সংক্রান্ত।
৩। বিজ্ঞাপন সাইন বোর্ডের অনুমতি সংক্রান্ত।
এ্যাসেসমেন্ট শাখা
১। প্রতি ৫ (পাঁচ) বৎসর অন্তর অন্তর রি-এ্যাসেসমেন্ট করা হয় এবং রিভিউ বোর্ডে শুনানীর মাধ্যমে প্রস্তাবিত হোল্ডিং কর চুড়ান্ত ভাবে নিস্পত্তি করা হয়।
২। অন্তবর্তী কালীন সময়ে নতুন নতুন ভবন ও বর্ধিত ভবনের এ্যাসেসমেন্ট করা হয় এবং রিভিউ বোর্ডে শুনানীর মাধ্যমে প্রস্তাবিত হোল্ডিং কর চুড়ান্ত ভাবে নিষ্পত্তি করা হয়।
৩। হোল্ডিং কর নির্ধারন ও মালিকানা হস্তান্তর হয়।
৪। হোল্ডিং কর মালিকানায় প্রত্যয়ন পত্র দেওয়া হয়।
কর আদায় শাখা
১। পৌর কর আদায় ও পৌর করের বিল সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করণ।
বাজার শাখা
১। ভোক্তা অধিকার সংরক্ষণ।
হিসাব শাখা
১। যাবতীয় আয়-ব্যয়ের হিসাব সঠিক ভাবে সংরক্ষণ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস