হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের ভৌগলিক সীমানার উত্তর পশ্চিমাঞ্চলের শেষ প্রান্তে প্রাকৃতিক সৌন্দর্য্যের এক বিচিত্র জনপদ পঞ্চগড় জেলা। বৃটিশ শাসনামলে এ জেলাটি ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি জেলার অর্ন্তভূক্ত ছিল। ১৯১১ সালে পঞ্চগড় জেলা একটি পূর্ণাঙ্গ থানারূপে আত্মপ্রকাশ করে। ঐ সময়ে থানার সদর দপ্তর বর্তমান পঞ্চগড় সদর উপজেলার জগদল নামক স্থানে অবস্থিত ছিল। পরবর্তীতে পরিবেশ ও যোগাযোগগত কারণে জগদল হতে থানা সদর দপ্তরটি স্থানান্তর করে করতোয়া নদীর তীরে অবস্থিত বর্তমান স্থানে স্থানান্তর করা হয়। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পঞ্চগড় থানাটি দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার অর্ন্তভূক্ত হয়। ১৯৮০ সালে ১লা জানুয়ারী ঠাকুরগাঁও মহকুমার ৫টি থানা তেতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ নিয়ে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হয়। মহকুমার সদর দপ্তর পঞ্চগড় থানায় স্থাপিত হয়। প্রথম মহকুমা প্রশাসক ছিলেন জনাব সৈয়দ আব্দুর রশিদ (০১-০১-১৯৮০ থেকে ৩১-১২-১৯৮২)। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারী পঞ্চগড় মহকুমা জেলায় উন্নীত হয়।
পঞ্চগড় জেলার প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আ.স.ম. আব্দুল হালিম (০১-০২-১৯৮৪ থেকে ১৬-০৬-১৯৮৫)। বর্তমানে জনাব অমল কৃষ্ণ মন্ডল জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS