Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Deputy Commissioner's message

সম্মানিত সুধী,

 

আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন হলো বাংলাদেশের মহান স্বাধীনতা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 


সার্বিক উন্নয়ন ও সুশাসনের পূর্বশর্ত জবাবদিহিতা নিশ্চিতকরণের প্রধান মাধ্যম হলো ভোগান্তিহীন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সাথে স্বল্পসময়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো। এ লক্ষ্যে যাবতীয় সরকারি তথ্য ও সেবাকে ওয়েবসাইটের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌঁছানোর সর্বাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির এই বিস্তৃত নেটওয়ার্কের অংশীদার হিসেবে জেলা ওয়েব পোর্টালের মাধ্যমে জেলা প্রশাসন, পঞ্চগড় জনগণের তাৎক্ষণিক সেবায় নিয়োজিত আছে সবসময়।  

 

জেলা প্রশাসকগণ মূলত সরকারের প্রতিনিধি হিসাবে স্ব স্ব জেলায় প্রশাসনিক, উন্নয়নমূলক এবং অন্যান্য বিবিধ কর্মকান্ড প্রশাসনের অন্যান্য কর্মকর্তার সমন্বয়ে করে থাকেন । প্রকৃতপক্ষে মাঠ প্রশাসনের নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রস্থল হলো জেলা প্রশাসকের কার্যালয়। যেখানে জেলা প্রশাসক শুধু একজন ব্যক্তি নন বরং প্রতিষ্ঠানকে নির্দেশ করে যা জেলায় সরকারের নির্বাহী প্রতিভূ হিসেবে দায়িত্ব পালন এবং সরকারের ফোকাল পয়েন্ট হিসেবে সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। এক কথায়, জেলায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমের পাদপীঠ হলো জেলা প্রশাসকের কার্যালয়।

 

 এ কার্যালয়ের প্রধান প্রধান কার্যাবলীর মধ্যে প্রণিধানযোগ্য হলো - জেলা ভূমি রাজস্ব ও ভূমিব্যবস্থাপনা, জেলা ম্যাজিস্ট্রেসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেসি ,আইন-শৃংখলা রক্ষা, জেলখানা, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, ট্রেজারি ও স্ট্যাম্প্‌ ব্যবস্থাপনা,অপরাধ নিবৃত্তিমূলক ফৌজদারি ব্যবস্থা, স্থানীয় সরকার, জাতীয় ও স্থানীয় নির্বাচন, প্রটোকল ব্যবস্থাপনা, পাবলিক পরীক্ষা, ট্রেজারি, সার-বীজ-জ্বালানী ব্যবস্থাপনা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, আন্তর্জাতিক পাসপোর্ট, বিভিন্ন লাইসেন্স/পারমিট ইস্যু ও নবায়ন, মোবাইল কোর্ট পরিচালনা, জেলার উন্নয়নমূলক ও আন্তঃবিভাগীয় কার্যক্রমের সমন্বয় সাধন, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ইত্যাদি। এ সকল কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক সুবিধাভোগীদেরকে (Stakeholders) দ্রুততম সময়ে ও ন্যূনতম ব্যয়ে  সেবা প্রদান করতে জেলা প্রশাসন দায়বদ্ধ। এছাড়া তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের মাধ্যমে ই-গভর্নান্স বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসনের রয়েছে তাৎপর্যপূর্ণ ভূমিকা। জেলা প্রশাসনের মাধ্যমে জেলার স্থানীয় পর্যায়ের কার্যাবলির সাথে  সরকারের সংযোগ স্থাপিত হয়।

 

জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জেলা ই-সেবা কেন্দ্র হতে জনগণ সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলা ই-সেবা কেন্দ্রের কাউন্টারে, ডাকযোগে, জেলা তথ্য বাতায়ন, উপজেলা ই-সেবা কাউন্টার, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে জমির পর্চা উত্তোলনের আবেদনসহ সকল প্রকার সেবার জন্য আবেদন করতে পারছেন। ফলে অর্থ, সময় ও  শ্রম ব্যয় না করেই স্বল্প সময়ের মধ্যে জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। সনাতন পদ্ধতির পরিবর্তে অন-লাইন পদ্ধতিতে নথি ব্যবস্থাপনা পরিচালনা করায় দাপ্তরিক কাজে গতিশীলতা সৃষ্টি এবং সেবা প্রদানে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারের মাঠ পর্যায়ের যাবতীয় জনকল্যাণমূখী ও উন্নয়নমূখী কর্মসূচি জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত গতিতে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।এছাড়াও দ্রুততম সময়ে, সহজে এবং হয়রানিমুক্ত মানসম্পন্ন সেবা  প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০১৬ সালের ১৪-ই মে ফ্রন্টডেস্ক এর উদ্বোধন করা হয়েছে।

 

সেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে এ পোর্টালে বিভিন্ন ট্যাব সংযোজিত হয়েছে। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র, গুরুত্বপূর্ণ খবর, নোটিশ, বিজ্ঞপ্তি পোর্টালে নিয়মিত প্রচার করা হয়। এখানে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণের তথ্য, প্রত্যেক দপ্তরের সিটিজেন চার্টার, তথ্য প্রদানকারী কর্মকর্তা, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার তথ্য সন্নিবেশিত রয়েছে। এছাড়াও সংবাদপত্র, এনজিওসহ বিভিন্ন বিষয়ের তথ্য-উপাত্ত এবং বিভিন্ন গুরুত্বপুর্ণ ওয়েবসাইটের লিংক এতে সংযোজিত রয়েছে। এছাড়া জেলা ওয়েব পোর্টাল থেকে বিভিন্ন প্রয়োজনীয় সরকারি ফর্ম ডাউনলোড করা যাবে, জানা যাবে পাসপোর্টসহ বিভিন্ন লাইসেন্স/পারমিট প্রাপ্তির নিয়মাবলী/শর্তাবলী, কোন শাখা হতে কি কি সেবা কি নিয়মে/পদ্ধতিতে এবং কত সময়ে প্রদান করা হয়, ইজারা বিজ্ঞপ্তি/নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন নোটিশ/অফিস আদেশ ইত্যাদি।

 

গর্বিত বাঙালি হিসেবে আসুন  সকলে কাজ করি পরম দৃঢ়তায়; এগিয়ে চলি বিজয়ের চেতনায়। প্রযুক্তিগত উৎকর্ষ ও সহজলভ্য তথ্য প্রদানে জেলা প্রশাসন বদ্ধপরিকর। জেলা ওয়েব পোর্টালটিকে স্বয়ংসম্পূর্ণ ও হালনাগাদ করে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

   

পরিশেষে স্বচ্ছতা ও দ্রুততার সাথে প্রয়োজনীয় সেবা প্রদানের প্রত্যয় নিয়ে আপনাকে আমাদের  জেলা ওয়েব পোর্টালে স্বাগত জানাই। 

 

“জনসেবায়                                                     

জেলা প্রশাসন”

              

                                                                                                                                                                                           জেলা প্রশাসক

                                                                                                                                                                                                পঞ্চগড়।