রাজস্ব মুন্সিখানা শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড়, কক্ষ নং-৩১৬
ক্র/নং |
সেবার নাম/ধরণ |
সেবা প্রদানের পদ্ধতি |
মন্তব্য/সময়সীমা |
০১। |
দেওয়ানী মামলা সংক্রান্ত ও মহামান্য সুপ্রীম কোর্টের সিভিল রিভিশন/রীট মামলা সংক্রান্ত। |
১)সরকার পক্ষে দেওয়ানী মামলা পরিচালনা সংক্রান্ত বিষয়াদি। ২)সরকার পক্ষে দেওয়ানী মামলার দফাওয়ারী প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত বিষয়াদি। ৩।সরকার পক্ষে দেওয়ানী আপিল মামলা দায়ের সংক্রান্ত বিষয়াদি। ৪) সরকারি কৌসুলি/অতিরিক্ত সরকারি কৌসুলি/সহযোগী সরকারি কৌসুলি নিয়োগ ও ভাতা প্রদান সংক্রান্ত বিষয়াদি। ৫) অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বরাবরে দায়েরকৃত আপিল মামলা গ্রহণ, শুনানী ও নিষ্পত্তিকরণ সংক্রান্ত বিষয়াদি। ৬) দেওয়ানী আপিল মোকদ্দমায় সরকারের বিপক্ষে রায় ঘোষিত হলে বিজ্ঞ সরকারি কৌসুলি কর্তৃক মামলার রায়ের কপি ও অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ পূবক সিভিল রিভিশন মামলা দায়েরের জন্য বিজ্ঞ সলিসিটর মহোদয়ের নিকট প্রেরণ। ৭) মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন/রিট পিটিশন মামলা সংক্রান্ত বিষয়াদি। |
সংশ্লিষ্ট উপজেলা হতে মামলার আরজি ভিত্তিক দফাওয়ারী জবাব ও সংশ্লিষ্ট কাগজাদি প্রাপ্তির ০৩ দিনের মধ্যে বিজ্ঞ সরকারি কৌসুলি/বিজ্ঞ উপ সলিসিটর মহোদয়ের নিকট প্রেরণ।
|
০২। |
স্ট্যাম্প ভেন্ডার শিপ লাইসেন্স সংক্রান্ত |
১) আবেদনপত্র জমা হবার ৩ কর্মদিবসের মধ্যে উপস্থাপন। ২) সংশ্লিষ্ট দপ্তর সমূহ থেকে প্রতিবেদন প্রাপ্তির ০৩ কায্যদিবসের মধ্যে উপস্থাপন। ৩) আবেদনপত্র নাকচ হলে আবেদনকারীকে (উপস্থিত মতে) অবহিতকরণ। ৪) লাইসেন্স ফি ১৫০০ টাকা # কোর্ট ফি এর জন্য ৭৫০ টাকা খাত = ১/২১৪২/০০০০/১৮১১ # স্ট্যাম্প এর জন্য ৭৫০ টাকা খাত = ১/১১০১/০০২০/১৩০১ # সোনালী ব্যাংক, পঞ্চগড় শাখা চালানের মাধ্যমে জমা দিতে হবে। ৫) লাইসেন্স নবায়ন ফি = ১০০০ টাকা # কোর্ট ফি এর জন্য ৫০০ টাকা খাত = ১/ ২১৪২/০০০০/ ১৮১১ # স্ট্যাম্প এর জন্য ৫০০ টাকা খাত = ১/ ১১০১/ ০০২০/ ১৩০১ # সোনালী ব্যাংক কর্পোরেট শাখা পঞ্চগড়ে চালানের মাধ্যমে জমা দিতে হবে। |
আবেদনপত্র মঞ্জুর হলে এবং তদন্ত প্রতিবেদন লাইসেন্স প্রদানের স্বপক্ষে হলে ৩ কায্যদিবসের মধ্যে লাইসেন্স ইস্যুর ব্যবস্থা গ্রহণ ।
|
০৩। |
আমমোক্তার নামা রি- স্ট্যাম্পিং সংক্রান্ত |
১) আমমোক্তার নামা পররাষ্ট্র মন্ত্রণালয় কতৃক সিল স্বাক্ষরের ৯০ দিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের নিকট দাখিল । ২) আবেদনপত্র ও আমমোক্তারনামার মূল কাগজপত্র ৩ কায্যদিবসের মধ্যে উপস্থাপন। ৩) পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক যাচাইয়ের জন্য ১৫ কায্যদিবসধায্ক্রমে প্রেরণ। ৪) যাচাই প্রতিবেদন প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে উপস্থাপন।
|
আঠালো স্ট্যাম্প ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়ের স্বাক্ষরের অব্যবহিত পরে চাহিবামাত্র সরবরাহের ব্যবস্থা। |
০৪। |
বিবাহিত/ অবিবাহিত সনদ প্রদান। |
বিবাহিত/ অবিবাহিত সনদ প্রাপ্তির জন্য কোড নং ১/২২০১/০০০১/২৬৮১ খাতে নির্ধারিত ফি ৭,৫০/- টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানপূর্বক আবেদনের প্রাপ্তির ১ দিনের মধ্যে পুলিশ সুপার জেলা বিশেষ শাখা পঞ্চগড় এর নিকট তদন্তক্রমে প্রতিবেদনের জন্য প্রেরণ করা হয় । |
পুলিশ সুপার জেলা বিশেষ শাখা, পঞ্চগড় হতে প্রতিবেদন প্রাপ্তির ০২ দিনের মধ্যে সনদ প্রদান করা হয়। |
০৫। |
অবমূল্যায়ন মামলা সংক্রান্ত |
১) আবেদনকারী সংশ্লিষ্ট অফিস সহকারীর সাথে যোগাযোগ করে টাকার পরিমান ও চালানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হেড এবং প্রযোজ্য ক্ষেত্রে কোন ব্যাংকের কত নং হিসাবে জমা দিতে হবে তা জেনে নিবেন।
|
অফিস সহকারী টাকা জমা দেয়া সংক্রান্ত চালান/জমা রশিদ প্রাপ্তির ০১ দিনের মধ্যে উপস্থাপন করবেন। |
০৬। |
বিনিময় মামলা সংক্রান্ত |
বিনিময় মামলা সংক্রান্ত বিষয়গুলো যাচাই বাছাই ও পরীক্ষা-নিরীক্ষান্তে উপস্থাপন করা । |
|
0
ক) দেওয়ানী আদালতের মামলার সমন ও আরজি পাওয়ার সঙ্গে এস,এফ তৈরীর জন্য সংশিস্নষ্ট সহকারী কমিশনার(ভূমি) অফিসে প্রেরন। প্রাপ্ত এস,এফ মামলা পরিচালনার জন্য বিজ্ঞ জিপির বরাবরে প্রেরন।
খ) ভেন্ডিং লাইসেন্স প্রদান ও নবায়ন করা হয়।
গ) রেকর্ড সংশোধনের মামলার কার্যক্রম গ্রহণ করা হয়।
ঘ) সহকারী কমিশনার (ভূমি) এর মিস মামলা আদেশের বিরুদ্ধে আপীল আবেদন গ্রহণ ও শুনানী অন্তে সিদ্ধান্ত প্রদান করা হয়।
ঙ) হস্তান্তরকৃত দলিলের অব-মুল্যায়নের অর্থ আদায় ও সংশ্লিষ্ট খাতে জমা প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS