Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রম

                           জেলা প্রশাসন, পঞ্চগড় এর উদ্যেগে জেলার ৫টি উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পর্যায়ে মিড ডে মিল কর্মসূচী বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। শিশুদের ঝরে পড়া রোধ, শিখন- শিখানো কার্যক্রম ফলপ্রসু করা, শিশুদের পুষ্টি চাহিদা মেটানো এবং তাদেরকে বিদ্যালয়মূখী করার লক্ষ্যে মিড ডে মিল কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। সম্পূর্ণ স্থানীয় উদ্যোগে অভিভাবক, শিক্ষক, জন প্রতিনিধি এবং সাধারণ জনগণের অংশগ্রহণে বিদ্যালয়গামী শিশুদেরকে দুপুরের খাবার পরিবেশন করা হচ্ছে।

 

পঞ্চগড় জেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩০% শিশু মধ্যাহ্ন বিরতির পর বিদ্যালয়ে ফিরে আসে না। অনেক দরিদ্র শিক্ষার্থী না খেয়ে স্কুলে আসে। প্রথম শিফটের ( ১ম ও ২য় শ্রেণী) শিশুরা স্কুলে আসার পরে (স্কুলে যাওয়া আসা সময় যুক্ত করে) প্রায় ৪ ঘন্টা অভুক্ত থাকে এবং ২য় শিফটের শিশুরা সকালের খাবারের পরে (স্কুলে যাওয়া আসার সময় ধরে) প্রায় ৭/৮ ঘন্টা অভূক্ত থাকে। ফলে, তারা লেখাপড়ায় মনোনিবেশ করতে পারে না বা আগ্রহ হারিয়ে ফেলে। পঞ্চগড়ে শিক্ষার্থীগণের মায়েরা এ কর্মসূচীতে বিশেষ আগ্রহ পোষণ করছেন। কেননা, মধ্যাহ্ন বিরতিতে অধিকাংশ মা গার্হস্থ্য বা কৃষি ক্ষেত্রে ব্যসত্ম থাকায় যথাসময়ে শিশুদের দুপুরের খাবার নিশ্চিত করা সম্ভব হয় না। গৃহীত কর্মসূচীর ফলে মা এবং অভিভাবকগণ অনেক নিশ্চিমেত্ম পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন। পরবর্তীতে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় আরো ২৮টি স্কুলে মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বর্তমানে যাবতীয় প্রস্ত্ততিমূলক কার্যক্রম চলমান। নভেম্বর ২০১১ এর মধ্যে বিদ্যালয়ে এসব মিড-ডে মিল কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

 

বাস্তবায়ন কৌশলঃ

ক)প্রাথমিক বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থী প্রতিমাসে স্কুলে ৩ কেজি চাল ও ২৫০ গ্রাম ডাল সরবরাহ করেন। মাসে একবার বা একাধিকবারে এ চাল/ডাল সরবরাহ করার সুযোগ রয়েছে।

 

খ) বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার ৫০-১০০ জন স্বেচ্ছাসেবী ব্যক্তিকে উদ্বুদ্ধ করণের মাধ্যমে স্কুলে নিয়মিত মাসিক অনুদান প্রদান।

গ) অতি দরিদ্র/ সুবিধা বঞ্চিত  শিশুদের (আনুমানিক ১৫-২০%) জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যয়ভার বহন করা হয়।

ঘ) অনুদান হিসেবে প্রাপ্ত অর্থ প্রধান শিক্ষক এবং স্কুলের ম্যানেজিং কমিটির যৌথ স্বাক্ষরে স্কুলের নামে একটি ভিন্ন ব্যাংক হিসাবে জমা রাখা হয়।

ঙ) আগ্রহী অভিভাবক কর্তৃক প্রদত্ত রান্নার উপকরণ গ্রহণ করা হয়ে থাকে।

চ) খাবার প্রস্ত্ততের যাবতীয় কার্যক্রম স্থানীয় জনগণের দ্বারা গঠিত কমিটির মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে।

ছ)কর্মসূচীর আওতাভূক্ত স্কুলে প্রতি সপ্তাহে উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার সপ্তাহে কমপক্ষে ২বার ভিজিট করবেন এবং কার্যক্রম মনিটরিং করবেন।

জ) বিদ্যালয়ে অধ্যয়নরত অতিদরিদ্র ছাত্র/ছাত্রীদের মায়েরা (৪/৫) জন রান্নার কাজটি করে থাকেন। এ জন্য তারা দুপুরে স্কুল থেকে খাবার পান এবং সামান্য অনুদান প্রদান করা হয়।

ঝ) স্কুলের শিক্ষকগণ ছা্ত্র/ছাত্রীদের মত চাল-ডাল এবং নগদ অর্থ প্রদান করা সাপেক্ষে স্কুলে আহার করেন।

ঞ) প্রকল্পভূক্ত প্রতিটি বিদ্যালয়ের প্রয়োজনীয় তৈজষপত্র (হাড়ি, পাতিল ও গামলা) জেলা প্রশাসন হতে সরবরাহ করা হয়ে থাকে।

ট) ছাত্র/ছাত্রীরা বাড়ী থেকে খাবার পানি এবং পে­ট নিয়ে আসেন।

ঠ) প্রতিটি বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদেরকে খাবার পূর্বে ও পরে বাধ্যতামূলক সাবান দিয়ে হাত ধোয়ার জন্য ১০টি টেপ লাগানো হয়েছে।

 

এ পর্যন্ত পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলার ২৪৯৪ জন  ছাত্র/ছাত্রীদেরকে দুপুরে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। বিগত ১৩/০৯/২০১১খ্রি. তারিখ এ কার্যক্রম শুরু করা হলেও এখন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে উক্ত কার্যক্রম চলমান রয়েছে। নতুনভাবে গৃহীত ২৮টি স্কুলে কার্যক্রমটি চালু হলে আরো আট হাজারের বেশী শিশু এ কার্যক্রমের আওতায় আসবে। স্থানীয় জনগণ এবং অভিভাবকগণের সার্বিক সহায়তায় ভবিষ্যতে এ কর্মসূচিটি আরো বিস্তৃত করা হবে।

 

 

স্থানীয় উদ্যোগে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনার বিষয়ে অগ্রগতিরপ্রতিবেদন

জেলা-পঞ্চগড়।

 

ক্র: নং

উপজেলাওয়ারী স্কুল ফিডিং এর আওতাভুক্ত বিদ্যালয়ের নাম

সংশ্লিষ্ট বিদ্যালয়ে ভর্তিকৃত শিশু সংখ্যা

স্থানীয় উদ্যোগে স্কুল ফিডিং এর আওতাভুক্ত শিশুর সংখ্যা

ফিডিং কার্যক্রম শুরম্নর তারিখ

খাবারের ধরণ  (মেন্যু)

সপ্তাহে খাওয়ানো হয় কয়দিন

খাদ্য প্রতিষ্ঠান/ ব্যক্তি  প্রদানকারী

নগরকুমারী সপ্রাবি

বোদা,পঞ্চগড়

*৫১+২৭৩

=৩২৪

২৭৩

১৩/৯/১১

খিচুড়ী/ ভাত সবজি/ ডাল-ভাত, আলু ভর্তা

৫দিন

(বৃহস্পতি

বার বাদে)

শিশুদের মা-এর মুষ্ঠির চাল এবং   অভিভাবকের অনুদান

বানিয়াপাড়া রেজি.প্রাবি

বোদা,পঞ্চগড়

*১২+১০৪

=১১৬

 

১১৬

১৮/৯/১১

খিচুড়ী/ ভাত সবজি/ ডাল-ভাত, আলু ভর্তা

৫দিন

(বৃহস্পতি

বার বাদে)

শিশুদের মা-এর মুষ্ঠির চাল এবং   অভিভাবকের অনুদান

পঞ্চগড়-২ সপ্রাবি

পঞ্চগড় সদর,পঞ্চগড়

*১৬+৩১৯

=৩২৫

৩২৫

২৯/৯/১১

খিচুড়ী/ ভাত সবজি/ ডাল-ভাত, আলু ভর্তা

৫দিন

(বৃহস্পতি

বার বাদে)

শিশুদের মা-এর মুষ্ঠির চাল এবং   অভিভাবকের অনুদান

দ্বারিকামারী-৩ সপ্রাবি

পঞ্চগড় সদর,পঞ্চগড়

*২৫+২৯০

=৩১৫

৩১৫

২৯/৯/১১

খিচুড়ী/ ভাত সবজি/ ডাল-ভাত, আলু ভর্তা

৫দিন

(বৃহস্পতি

বার বাদে)

শিশুদের মা-এর মুষ্ঠির চাল এবং   অভিভাবকের অনুদান

আজিজনগর সপ্রাবি

তেতুলিয়া,পঞ্চগড়

*৩০+২৭৫

=৩০৫

৩০৫

১২/১০/১১

খিচুড়ী/ ভাত সবজি/ ডাল-ভাত, আলু ভর্তা

৫দিন

(বৃহস্পতি

বার বাদে)

শিশুদের মা-এর মুষ্ঠির চাল এবং   অভিভাবকের অনুদান

দক্ষিণ সুখ্যাতি সপ্রাবি

আটোয়ারী,পঞ্চগড়

 

*৩৮+২০৬

=২৪৪

 

২৪৪

 

১৩/১০/১১

খিচুড়ী/ ভাত সবজি/ ডাল-ভাত, আলু ভর্তা

৫দিন

(বৃহস্পতি

বার বাদে)

শিশুদের মা-এর মুষ্ঠির চাল এবং   অভিভাবকের অনুদান

মীরগড় সপ্রাবি পঞ্চগড় সদর, পঞ্চগড়

*৩৫+৩৫৩

=৩৮৮

৩৮৮

১৪/১১/১১

খিচুড়ী/ ভাত সবজি/ ডাল-ভাত, আলু ভর্তা

৫দিন

(বৃহস্পতি

বার বাদে)

শিশুদের মা-এর মুষ্ঠির চাল এবং   অভিভাবকের অনুদান

ময়দানদীঘি সপ্রাবি

বোদা,পঞ্চগড়

*১২+২৮৭

=২৯৯

২৯৯

২৮/১২/১১

খিচুড়ী/ ভাত সবজি/ ডাল-ভাত, আলু ভর্তা

৫দিন

(বৃহস্পতি

বার বাদে)

শিশুদের মা-এর মুষ্ঠির চাল ও স্থানীয় এমপি ও ইউপি চেয়াম্যান এবং   অভিভাবকের অনুদান

ম. ফুলতলা সপ্রাবি

দেবীগঞ্জ, পঞ্চগড়

*৩১+২২৯

=২৭০

২২৯

২৪/৪/১২

খিচুড়ী/ ভাত সবজি/ ডাল-ভাত, আলু ভর্তা

৫দিন

(বৃহস্পতি

বার বাদে)

শিশুদের মা-এর মুষ্ঠির চাল ও স্থানীয় এমপি ও ইউপি চেয়াম্যান এবং   অভিভাবকের অনুদান

* প্রাক প্রাথমিক শিশুর সংখ্যা