জেলা প্রশাসকের কার্যালয়
২য় তলা
কক্ষ নং - ২০৭
পঞ্চগড়
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান। |
০১ |
১। লাইব্রেরীর বই, গেজেট, ডি.এস.আর, পত্রিকা সংরক্ষণ। ২। বই ক্রয় সংক্রান্ত। |
অত্রাফিসের সকল কর্মকর্তা/ কর্মচারীদের এবং অত্র জেলা ও উপজেলার সকল কর্মকর্তাদের নিকট বই বিতরণ। |
১৫(পনের) দিন |
কর্মকর্তা/ কর্মচারীদের নিদিষ্ট সময়ে বই জমা প্রদান করে পুনরায় গ্রহণ করতে পারবেন। |
0
(ক) লাইব্রেরি শাখায় সংরক্ষিত আইন, ধমীর্য় এবং অন্যান্য বইসমূহ চাহিবামাত্র ইস্যু করা হয়।
(খ) সংরক্ষিত গেজেট চাহিদা অনুযায়ী দেখানো হয়।
(গ) লাইব্রেরি সংরক্ষিত ডি, এল, আর এবং ‘ল’ রিপোর্ট চাহিদা অনুযায়ী ইস্যু করা হয়।
(ঘ) দৈনিক পত্রিকাসমূহ পড়ার উপযোগী করে লাইব্রেরী সাজিয়ে রাখা হয়।
(ঙ) লাইব্রেরী সংক্রান্ত সরকারী আদেশ, নিদের্শ, পত্র ইত্যাদি যথাযথভাবে সংরক্ষণ ও কায়র্ক্রম গ্রহণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস