Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ত্রাণ শাখা
বিস্তারিত

ত্রাণ শাখা


নাগরিক সেবা

১। সরকারি যে কোন বরাদ্দ প্রাপ্তির ৭ দিনের মধ্যে উপজেলাওয়ারী পুনঃ বিভাজন।

২। সরকারি যে কোন জরুরী পত্র প্রাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে নিষ্পত্তি।

৩। সরকারি যে কোন সাধারণ পত্র প্রাপ্তির ০৭ দিনের মধ্যে নিষ্পত্তি।

৪। সরকারি যে কোন উন্নয়নমূলক কার্যক্রমের বিষয় অভিযোগ পাওয়ার ০৩ দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ।

৫। সকল কর্মকর্তা /কর্মচারীদেরকে সকালঃ ৯.০০ঘটিকা হতে বিকাল ৫.০০ঘটিকা পর্যন্ত (বেলা ১.০০ থেকে ১.৩০ ঘটিকা পর্যন্ত খাওয়া ও নামাজের বিরতি বাদে) সকল কার্য দিবসে অফিসে উপস্থিত থাকা ।

৬। যে কোন দুর্যোগ যেমনঃ বন্যা, ঘূর্ণিঝড়, টর্ণেডো, ভূমিকম্প, অগ্নিকান্ডে সংগঠিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তথ্য প্রেরণ।

৭। সম্পদ প্রাপ্তি সাপেক্ষে দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায়/ অস্বচ্ছল পরিবার/ ব্যক্তির মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ (ব্যবসা/বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নহে)।

ক) মৃত ব্যক্তির পরিবারকে সর্বোচ্চ জিআর খাত হতে ১০,০০০/-টাকা থেকে ২০,০০০/- টাকা বা ৫০০ কেজি আর খাদ্যশস্য (চাল) প্রদানের ব্যবস্থা গ্রহণ।

খ) আহত ব্যক্তিকে সর্বোচ্চ ৫,০০০/- টাকা প্রদানের ব্যবস্থা গ্রহণ।

গ) সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ীর ক্ষেত্রে পরিবার প্রতি সর্বোচ্চ ১০,০০০/- টাকা প্রদানের ব্যবস্থা গ্রহণ।

ঘ) আংশিক ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ীর ক্ষেত্রে পরিবার প্রতি সর্বোচ্চ ৫,০০০/- টাকা প্রদানের ব্যবস্থা গ্রহণ।

ঙ) দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি সর্বোচ্চ ২০ (বিশ) কেজি হারে খাদ্যশস্য প্রদানের ব্যবস্থা গ্রহণ।

চ) ত্রাণ সামগ্রী যেমনঃ শাড়ী, লুঙ্গী, কম্বল, চাদর, বিস্কুট ইত্যাদি বিতরণ।

ছ) ভিজিএফ কর্মসূচির অধীনে (নির্ধারিত সময়ের জন্য) দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ অসহায় পরিবার প্রতি সর্বোচ্চ ১০ (দশ) কেজি হারে খাদ্যশস্য (চাল) প্রদানের ব্যবস্থা গ্রহণ।

৮।  দুর্যোগ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠান, দুর্যোগের পূর্বাভাস প্রচার ।

৯।  বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কর্মকান্ড নির্ধারিত সময়ে সঠিক গুণগত মান বাস্তবায়নের লক্ষ্যে মনিটরিং করা

১০। গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির (কাবিখা) মাধ্যমে পুকুর/খালখনন/পুনঃখনন,রাসত্মা নির্মাণ/পুনঃনির্মাণ

বাঁধনির্মাণ/পুনঃনির্মাণ, নালা ও সেচ নালা খনন/পুনঃখনন,শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠে মাটি ভরাট, মাটির কিল্লা নিমার্ণ/ পুনঃ নির্মাণ।

১১। গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ (টিআর)মাধ্যমে বাঁধ ও রাসত্মা মেরামত, নালা নর্দমা খনন/সংরক্ষণ,বৃক্ষ

রোপন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান/জনহিতকরণ প্রতিষ্ঠান মেরামত/ উন্নয়ন করা হয়।

১২। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি।

১৩। গ্রামীণ রাস্তায় ছোট-ছোট (১২ মিঃ দৈর্ঘ্য পর্যন্ত) সেতু কালভার্ট নির্মাণ।

১৪। মোহাজের পুনর্বাসন করা ।


যোগাযোগ

মোবাইলঃ ০১৭১৫০৮১৪৮১


ছবি
www.panchagarh.gov.bd/dcoffice_section/7c303431_1902_11e7_9461_286ed488c766/Untitled 7.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা